এক নজরে নোয়াখালী জেলা

আর্থসামাজিক-রাজনৈতিক-ভৌগোলিক বহুবিধ অনুষঙ্গের কারণে অঞ্চলবেধে সংস্কৃতি ভিন্ন ভিন্ন মাত্রা রুপ পরিগ্রহ করে। তাই একটি দেশের সামগ্রিক লোকসংস্কৃতি এবং একটি বিশেষ অঞ্চলের লোকসংস্কৃতিতেও অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। নোয়াখালী জেলা প্রাচীন সমতট জনপদের একাংশ। তাই স্বাভাবিকভাবেই জেলার লোকসংস্কৃতিতে তার একটি পরিচ্ছন্ন ছাপ পরিলক্ষিত হয়। বহু ভাঙ্গা-গড়া, চড়াই-উৎরাই পেরিয়ে আজকের নোয়াখালী যা এক সময় সম্ভাবনাময় সমৃদ্ধ জনপদ ছিল। এ অঞ্চলের লোক সংস্কৃতির প্রতি একটু ঘনিষ্ট হলে সহজেই অনুমান করা যায় যে, এ অঞ্চলের একটি সমৃদ্ধ লোক সংস্কৃতির পরিমন্ডল রয়েছে। লোক সংস্কৃতির একটি প্রধানতম শাখা লোকসাহিত্য। নোয়াখালীর লোক সাহিত্য এ দেশের অন্যান্য অঞ্চলেরতুলনায় অনেকটা সমৃদ্ধ এবং জীবন ঘনিষ্ঠ; তা এ অঞ্চলের প্রবাদ-প্রবচন, আঞ্চলিক গান, ধাঁ-ধাঁ, ছড়া থেকে সহজেই অনুমেয়। নিম্নেরআলোচনায় এর স্বরুপ কিছুটা উম্মোচিত হবে। 

২.নোয়াখালী জেলার আয়তন:৪২০২.৭০ ব: কি: মি:।
৩.উপজেলার সংখ্যা:০৯ টি।
৪.ইউনিয়ন পরিষদের সংখ্যা:৯১ টি।
৫.পৌরসভা:০৮ টি।
৬.ওয়ার্ডের সংখ্যা:৩৯ টি।
৭.গ্রামের সংখ্যা:৭৮৬ টি।
৮.মৌজার সংখ্যা:৯৪৬ টি।
৯.লোকসংখ্যা:৩৩.৭০ লক্ষ।
১০.ডাকবাংলো:১০ টি।
১১.মার্কেট/সুপার মার্কেট:০৬ টি।
১২.পুকুর:১৩ টি।
১৩.মিলনায়তন/অডিটরিয়াম:০৪ টি।
১৪.যাত্রী ছাউনী:১২ টি।
১৫.ফেরী ঘাট:০২ টি।
১৬.আন্ত:জেলা ফেরীঘাট:০৬ টি।
১৭.স্মৃতি যাদুঘর ও পাঠাগার:০১ টি।